ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িতে ঢুকে পড়া বিরল প্রজাতির চিতা বাঘের ছানা উদ্ধার

পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার একটি বাড়ির ভিতর থেকে বিরল প্রজাতির এক চিতা বাঘের ছানা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত দশটার দিকে পৌরসভার ১২ নং ওয়ার্ড লাইট হাউজ উত্তর পাড়ার জনৈক আলী মিয়ার বাড়ি থেকে বাঘের ছানাটি উদ্ধার করে স্থানীয়রা। এ সময় কাশেম নামে এক ব্যক্তি আহত হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত নয়টার দিকে আলী মিয়ার বাড়ির জানালা খোলা পেয়ে আচমকা ঘরে ঢুকে পড়ে বাঘের ছানাটি। এ অবস্থায় বাড়ির অভ্যন্তরে থাকা লোকজন হৈ ছৈ শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে স্থানীয়দের সহযোগীতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বাঘের ছানাটি একটি খাঁচায় বন্দি করা হয়।

খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলি বিট কর্মকর্তা মো: সোহেল হোসেন সেখানে উপস্থিত হন। বাঘের ছানাটি তাঁর হাতে তুলে দেন স্থানীয়রা।

বিট কর্মকর্তা মো: সোহেল হোসেন জানান, চিতা বাঘের ছানাটি আপাতত বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে এ বাঘের ছানাটিকে চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন