শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছর ডেঙ্গুর আপডেট : ২৩শে মে

গেল বছর ডেঙ্গু মহামারিতে অনেক মানুষের প্রাণ হানি হয়েছিল। সেই ধারাবাহিকতায় বিশ্লেষকরা ধারণা করেছিলেন চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে। তাই এ বছর আগে থেকেই ডেঙ্গু মোকাবেলা করার জন্য সরকার অনেক প্রস্তুতি এবং কার্যকর ভূমিকা নিয়ে রেখেছেন।

তবে  সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানা গেছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপতালে ভর্তি হয়নি।

অপরদিকে, ঢাকার ৪১টি সরকারী এবং বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মাত্র একজন রোগী ভর্তি রয়েছে। কিন্তু দেশের অন্য কোন জেলার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৩শে মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩০৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩০২ জন। বাকি এক জন এখনও ভর্তি আছেন হাসপাতালে।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে রেকর্ড ২১ জনের মৃত্যু!

সংবাদটি শেয়ার করুন