ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত করা হচ্ছে টি-২০ বিশ্বকাপ

স্থগিত হতে যাচ্ছে অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ। স্থগিত হয়ে আগামী বছরের মার্চ-এপ্রিল অথবা ২০২২ সালের শেষের দিক পর্যন্ত পেছাতে পারে এবারের আসর। এ ব্যাপারে আগামী ২৬ থেকে ২৮ মে’র মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ আইসিসি ও আয়োজক অস্ট্রেলিয়ার সংশ্নিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া। সেখানে বলা হয়, সূচি অনুসারে অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপ না হলে ওই সময়ে আইপিএল অনুষ্ঠিত হবে।

মূলত করোনাভাইরাস পরিস্থিতি ও অস্ট্রেলিয়ান সরকারের উদ্যোগে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। টি-২০ বিশ্বকাপে মোট ১৬টি দেশ খেলবে, যার মধ্যে এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকার দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের ইংল্যান্ডে করোনার প্রকোপ এখনও কমেনি। আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এছাড়া অক্টোবরে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও গ্যালারিতে থাকবেনা দর্শক। যা আয়োজক হিসেবে আর্থিক ক্ষতির মুখে ফেলবে অস্ট্রেলিয়াকে।

এইসব দিক বিবেচনা করেই বিশ্বকাপ স্থগিতের বিষয়ে মত দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২৬ থেকে ২৮ মে’র মধ্যে টেলিকনফারেন্সে একত্রিত হবে আইসিসির সদস্য দেশগুলো। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন