ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে তিনদিন ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

সুপারসাইক্লোন আম্পানের প্রভাবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঝড়ের কারণে ফসলি পাকা ধান সহ আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে গাছপালা, ছিড়ে গেছে বিদ্যুতের তার। এতে করে বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।

বুধবার (২০ মে) বিকাল ৩ টার পর থেকে আম্পানের প্রভাবে ঘোড়াঘাট উপজেলা সহ আশপাশ এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয় যা একটানা ৩ দিন পর্যন্ত স্থায়ী হয়।

শুক্রবার (২২ মে) উপজেলার ডুগডুগিহাট বিদ্যুৎ কেন্দ্রে ফোন করলে সেখানকার লাইনম্যান রেফাজুল ইসলাম জানান, আমাদের এখানে  সব লাইন ঠিক আছে আপনারা রানিগঞ্জ জোনাল অফিসে যোগাযোগ করেন। পরবর্তীতে সেখানে যোগাযোগ করা হলে তাদের অভিযোগ দায়েরের নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ অবস্থায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম কে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় একটু বাতাস উঠলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এলাকার স্থানীয় সাধারণ মানুষের দাবি পল্লী বিদ্যুৎ এর এসব অনিয়ম বহুদিন থেকেই চলমান, দেখার কেউ নেই। ঘোড়াঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির এসব অন্যায় অনিয়ম বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার জনসাধারণ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন