ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টা পর আবারও সচল হল চট্টগ্রাম বন্দর

সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের কারণে দেওয়া মহাবিপদ সংকেত নামিয়ে নেওয়ায় ৪৮ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর ফের সচল হয়েছে। বন্দর স্থলে শুরু হয়েছে পণ্যবোঝাই জাহাজ আসা। বন্দরের ইয়ার্ড থেকে কনটেইনার খালাসও খুব স্বাভাবিকভাবেই চলছে।

গত বৃহস্পতিবার (২১) আবহাওয়া অধিদফতর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত জারি করে। এর আগে গেল বুধবার (২০ মে) বিপদ সংকেত জারি করার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের চার মাত্রার সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম জানান, অ্যালার্ট আমরা বর্তমানে তুলে নিয়েছি। যে ১৯টি জাহাজ আমরা জেটি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেগুলোকে আবার প্রবেশে অনুমতি দিয়েছি আমরা। এগুলোর মধ্যে আজ আমরা ৮টি জাহাজকে আসতে বলেছি। ইতোমধ্যে ৪টি জাহাজ এসেছে বলেও আমরা জানতে পেরেছি। তবে জাহাজগুলোর অবস্থান দূরে হওয়ায় হয়ত একটু সময় লাগছে।

বন্দর তথ্যসূত্রে জানা গেছে, সাগর অতিউচ্চ থাকায় লাইটারেজ জাহাজ চলাচল এখনও বন্ধ আছে। বন্দরের বহিজেটিতিতে পণ্য ওঠানামাও সাগরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচল হবে না।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন