ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মানবদেহের জন্য নিরাপদ অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন মানুষের শরীরের জন্য নিরাপদ বলে জানিয়েছে গবেষকরা। পরীক্ষামূলক প্রয়োগের প্রথম ধাপে সফলতা পাওয়ার পরই নিশ্চিত হওয়ার কথা জানান তারা।

জানা গেছে, প্রথম ধাপে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৬০ স্বেচ্ছাসেবীর ভ্যাকসিন দেওয়া হয়। ইতোমধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষার জন্য ১০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগের কার্যক্রমও শুরু করেছে অক্সফোর্ড। এই দুই ধাপে শিশু এবং বয়স্কদের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাদের শরীরে করোনার প্রতিরোধক্ষমতা গড়ে উঠে কি-না সেটাই পরীক্ষা করে দেখবেন গবেষকরা।

সফলতা পেলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ৩ কোটি ডোজ তৈরি করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি এস্ট্রাজেনেকা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন