চলতি বছর জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। করোনা প্রতিরোধে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহ ময়দানে কোন নামাজের জামাত অনুষ্ঠিত হবে না।
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ উপলক্ষে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। প্রথম জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।
সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অপরদিকে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ৫ম জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।
এই ৫টি জামাতে যদি কারণ বশত কোনও ইমাম উপস্থিত থাকতে না পারে সে ক্ষেত্রে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।
আনন্দবাজার/এইচ এস কে