তালা উপজেলাসহ উপকূলীয় জেলা সাতক্ষীরায় দীর্ঘ সময় যাবত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গোটা জেলাটাই ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পাশাপাশি সবজি, ধান ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন আম চাষীরা। ঝরে পড়া আম ট্রাকপ্রতি এক থেকে দেড় হাজার টাকাতেও বিক্রি করতে পারছেন না তারা।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, আম সংগ্রহের আগেই ঝড় হওয়ায় আম চাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালী আম কোথাও ৮০ ভাগ কোথাও ৯০ ভাগ এবং কোথাও শতভাগই পড়ে গিয়েছে। এখন অবধি সর্বমোট ৮৩ ভাগ আমের ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তালা উপজেলায় ৭১৫ হেক্টর জমির এক হাজার ৪৭৫টি বাগানে সাত হাজার ৭০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ঘূর্ণিঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে পড়া সেই কাঁচা আমগুলো ৫ থেকে ১৫ টাকা পাইকারি দরে বিক্রি হয়েছে।
আম চাষীরা বলেন, ঝরে পড়া আম কেউ কিনতে চাইছে না। দেড় হাজার টাকাতেও এক ট্রাক আম বিক্রি করা কষ্ট কর হয়ে যাচ্ছে। অথচ আমগুলো প্রতি মণ পনেরোশ টাকা দরে বিক্রি হওয়ার কথা ছিল। অনেকেই ঋণ করে আম চাষ করেছিলেন। তাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। বেশির ভাগ চাষীর বাগানের প্রায় শতভাগ আম ঝরে পড়ে গেছে। এপরিস্থিতিতে সরকারি সহায়তা দাবি করেছেন তারা।
আনন্দবাজার/তা.তা
