গুজবের পোস্টে লাইক, কমেন্ট-শেয়ার করলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন র্যাব এর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (২২ মে) সকালে আসন্ন ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের দিন সবাই ঘরে থেকে ঈদ পালন করুন। স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত নিশ্চিতে সারা দেশে র্যাবের নজরদারি থাকবে। যারা ঈদ ছুটি শেষে ঢাকায় আসবেন, তারা একই সময় না এসে ভিন্ন ভিন্ন সময় ঢাকায় প্রবেশ করুন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা চলছে। কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো তথ্য যাচাই না করে অহেতুক শেয়ার দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না।
করোনা পরিস্থিতিতেও অভিযান চলেছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, করোনা মহামারীর সময়ে বিভিন্ন অভিযানে ধর্ষক ও ৩১ জন হত্যাকারী, ৪৭ জন জঙ্গি, ২ হাজার ৫০১ জন অপরাধী, ১ হাজার ৪৮৫ জন মাদক ব্যবসায়ী ও ৮৯ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অস্ত্র তৈরির কারখানা ও ২ জন কারিগর, ১২৭টি অস্ত্র, ৩ হাজার ১শ ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস




