ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হবে বেক্সিমকোর রেমডেসিভির

সম্প্রতি করোনা সংক্রমনে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিজেদের উৎপাদিত রেমডেসিভির ওষুধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে সরকারি হাসপাতালে এ ওষুধ রোগীদের চিকিৎসায় বিনামূল্যে দেওয়া হবে। এমনকি এই ব্যাপারে সরকারের কাছ থেকে কোনও টাকা নেবে না বেক্সিমকো।

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন নিজেদের উৎপাদিত এক হাজার রেমডেসিভির ইনজেকশন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন । উল্লেখ্য, বেক্সিমকো উৎপাদিত ইনজেকশনটির নাম রেমসিভির।

এই ব্যাপারে নাজমুল হাসান পাপন জানান, রেমডেসিভিরকে ইমার্জেন্সি ব্যাবহারের জন্য আমেরিকায় অনুমতি দেওয়া হয়েছে। তবে অন্যান্য ওষুধের চেয়ে এই ওষুধের মূল্য কিছুটা বেশি। একজন রোগীর প্রায় ৬ থেকে ১১টি ইনজেকশন প্রয়োজন হয়। একটি ইনজেকশনের মূল্য যদি সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা হয়, তাহলে প্রায় ৬০ হাজার টাকার ওষুধের দিতে হবে একজন রোগীকে।

তবে বাংলাদেশ সরকারি হাসপাতালে করোনা রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই বেক্সিমকো থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে,  সরকারি হাসপাতালে যত রোগী আছে, তাদের যদি এই ওষুধের প্রয়োজন হয়, তাহলে তাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেরা করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের এ ওষুধ দেবেন। আশা করি এতে উপকার হবে, এবং জীবন রক্ষা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

 

 

সংবাদটি শেয়ার করুন