চলমান করোনার মহামারিতে প্রায় অনেক সিরিজই বাতিল হয়ে গেছে। এর কারণে বাধা প্রাপ্ত হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। তাই দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ধারণা করছেন, চলতি বছর পিছিয়ে আগামী বছরে চলে যেতে পারে এই বিশ্বকাপ।
নির্ধারিত সময় অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা চলতি বছরের ১৮ অক্টোবরে। কিন্তু তার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
এই ব্যাপারে স্মিথের জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমারা ভেবেছিলাম ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো। কিন্তু চলমান এই পরিস্থিতিতে সেটা কোনভাবেই আর সম্ভব হচ্ছে না। তাই এই বিশ্বকাপ আগামী বছরের শুরুর দিকে চলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। কারন আমাদের বর্তমান পরিস্থিতিটা ধারাবাহিকভাবে মূল্যায়ন করতে হবে।
আনন্দবাজার/এইচ এস কে