ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সালাহ ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন!

সম্প্রতি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল চার ডাকাত। জানা গেছে, বর্তমান সময়ের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ’র মুখোশ পড়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে এই চার ডাকাত।

মিশরের রাজধানী কায়রোর শহর নাসরের একটি দোকানে তাঁর মুখোশ পড়ে ডাকাতি করার চেষ্টা করে চার ডাকাত। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এবং পুলিশ ঘটনাস্থলে এস দোকান থেকে তাদেরকে আটক করে। আটকের পর ওই ডাকাতদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মিশরের পুলিশ।

২০১৭ সালে রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেয় এই খেলোয়াড়। তখন থেকেই নিজেকে সেরা প্রমাণ করে যাচ্ছেন মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে তার চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখে অবাক পুরো বিশ্ব।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন