ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে করোনা বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব চীনের

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় অভিজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

শি জিনপিং আজ বুধবার (২০ মে) বিকেল ৫ টার দিকে প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি জানতে চেয়েছেন। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন, আপনি চাইলে করোনা প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত।

মোট ২৫ মিনিটের আলাপচারিতায় চীনা প্রেসিডেন্ট আশ্বাস দেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য এবং আন্তর্জাতিক ফোরামে দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। চীন বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও জোরদার করার জন্য কাজ চালিয়ে যাবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন করোনা পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য। এ ছাড়া প্যান্ডেমিক চলাকালীন একে অপরের দেশে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য পণ্য পাঠানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই নেতা।

চীনা প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করেছেন বলেও জানান প্রেস সচিব ইহসানুল হক।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন