ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝড়ের সময় সতর্ক থাকবেন যেসব বিষয়ে

বৈশাখ-জৈষ্ঠ্যের এই সময়টাতেই সবচেয়ে বেশি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যায়। এ রকম পরিস্থিতিতে পড়লে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। তা না হলে বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।

জেনে নিন ঝড়, কিংবা কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে।

১) নিরাপত্তার জন্য ইমারজেন্সি কিট হাতের কাছে রাখতে হবে। ঝড়ের সময় দরজা-জানালা ভালো ভাবে বন্ধ রাখতে হবে।

২) ধারালো বস্তু খোলা অবস্থায় কখনই রাখবেন না ঝড়ের সময়। বাইরে কোনো আসবাব রাখা থাকলে সেটা নিরাপদ স্থানে রাখুন। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, কিংবা ঝড়ের সম্পর্কে অবগত থাকতে সবসময় চোখ রাখুন অনলাইন নিউজে আবহাওয়ার খবরে ।

৩) পরিবারে সবাই বাড়ির ভেতরেই আছে কিনা সেদিকে খেয়াল রাখুন। ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে ঘুরতে বের না হওয়াই ভালো। নিজে সতর্ক থাকুন অন্যকেও সতর্ক থাকতে সাহায্য করুন।

৪) বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে ডিসকানেক্ট করে দিন। এ সময় বাথটব অথবা শাওয়ারে গোসল না করাই ভালো। ঝড়ের সময় টিনের চাল, ফায়ার প্লেস থেকে সবসময় দূরে থাকুন। এ সময় টেলিফোনের বা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন।

৫) গাছের নিচে কখনই আশ্রয় নেবেন না। এই সময় সুইমিং পুল, লেক, নৌকা থেকেও দূরে থাকা ভালো। যে কোন গাড়িকে গাছ থেকে দূরে রাখুন। ঝড় থেকে হওয়া বন্যার পানিতে প্রচুর জীবানু থাকে, তাই কখনোই সাতার কাটবেন ঝড়ের পানিতে ।

৬) ঝড়ে রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে পারে। তাই খুব সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন এই সময়।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন