মহামারি করোনার মধ্যেও নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের সীমান্ত দিয়ে চোরাকারবারী সদস্যরা সক্রিয় হয়ে প্রতিদিন অবৈধ পথে গরু আনায় ব্যস্ত হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের সীমান্ত দিয়ে (তেলীর বাজার) নামক এলাকায় নদী পথে চোরাকারবারীরা অবৈধভাবে গরু আনার সময় বার্নিরঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় ৩টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
বার্নিরঘাট বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম রফিক বলেন, মঙ্গলবার দুপুরে টহলরত অবস্থায় ভারতীয় সীমান্তÍ দিয়ে চোরাকারবারী সদস্যরা অবৈধভাবে নদী পথে ভারতীয় গরু আনার সময় বাংলাদেশের টেপাখড়িবাড়ী ইউনিয়নের তেলীর বাজার নামক এলাকার আমরা ৩টি গরু আটক করি।
আনন্দবাজার/শাহী