ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজে জলদস্যুদের হামলা

এডেন উপসাগরে ব্রিটিশ পণ্যবাহী একটি জাহাজ জলদস্যুদের হামলার শিকার হয়েছে। তবে ওই হামলায় সফল হতে পারেনি।

ট্যাংকার পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টল্ট ট্যাংকার জানায়, সশস্ত্র অবস্থায় জলদস্যুরা জাহাজটিতে হামলা চালিয়েছে। জলদস্যুদের মোকাবেলায় ব্রিটিশ জাহাজ থেকেও গুলি চালানো হয়। এর ফলে জলদস্যুদের হামলা ব্যর্থ হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, রবিবার (১৭ মে) উপকূল থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা দুটি স্পীডবোট নিয়ে জাহাজে হামলা শুরু করে। এরপরই জাহাজের সশস্ত্র রক্ষীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনার পর জলদস্যুরাও পাল্টা গুলি করে। জাহাজ থেকে পরে আরও গুলি করা হলে জলদস্যুরা পালিয়ে যায়।

এছাড়া তিনি আরও জানান, জোটের জাহাজ থেকেও গুলি চালানো হয় এবং স্টল ট্যাংকার এই যাত্রা অব্যাহত রাখে।

তবে জোটের জাহাজ বলতে তিনি আসলে কোন জোটকে বুঝিয়েছেন তা এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, ব্রিটিশ পতাকাধারী ওই পণ্যবাহী জাহাজটিতে কেমিক্যাল ছিল।

সূত্র : রয়টার্স

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন