ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সূর্য যাচ্ছে লকডাউনে, ভূমিকম্প হতে পারে

প্রানঘাতী করোনা ভাইরাস রোধে বিশ্বজুড়ে চলছে লকডাউন। যার ফলে পরিবেশে নির্গত ক্ষতিকারক গ্যাসগুলির পরিমাণ হ্রাস পেয়েছে। হারানো শুদ্ধতা ফিরে পেয়েছে পরিবেশ। তবে তার সাথে সূর্যও যেন চলে যাচ্ছে লকডাউনে। বিজ্ঞানীরা জানান, এর ফলে অনেক স্থানে ঠান্ডার পরিমাণ বাড়বে। ভূমিকম্প ও হতে পারে।

‘দ্য সান’র এক প্রতিবেদনে জানিয়েছে, সূর্য এখন ‘সান মিনিমাম’ অবস্থায় রয়েছে। এর অর্থ সূর্যপৃষ্ঠের উপরে ঘটে চলা ক্রিয়াকলাপ হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে সূর্যের শরীরে সৌর কলঙ্কের চিহ্নও হ্রাস পাচ্ছে।

বিজ্ঞানী ড. টনি ফিলিপস বলেন, শুরু হয়েছে সোলার মিনিমাম। এবং এটা বেশ গভীর। সূর্যের শরীরে সৌর কলঙ্কের চিহ্ন হ্রাস পাচ্ছে। সূর্যের চৌম্বক ক্ষমতা কমে যাচ্ছে। ফলে অতিরিক্ত মহাজাগতিক রশ্মি সৌরজগতে প্রবেশ করছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন