হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ, উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাগণের মধ্যে উপহার প্রদান করা হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী তাহিরপুরের শহীদ, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাগণের হাতে উপহার তুলে দেন।
উপজেলার সাত ইউনিয়নের ১৩২ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে একটি করে ‘মুজিব কোট, প্রয়াত ও শহীদ মুক্তিযোদ্ধা ১১৮পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে একটি করে গাঁয়ের চাদর উপহার হিসাবে দেয়া হয়।
উপজেলা পরিষদ চত্বরে ‘মুজিব বর্ষের, উপহার বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক থানা কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল গণী, গিয়াস উদ্দিন সহ শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
রবিবার (১৭ মে) বিকেলে তাহিরপুরের ইউএনও বিজেন ব্যানার্জী বলেন, মুজিব বর্ষের উপহারগুলো বিগত স্বাধীনতা দিবসে বিতরণ করার কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে অনেকটা বিলম্বে এ উপহারগুলো আড়াই শতাধিক শহীদ, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাগণের মধ্যে বিতরণ করা হয়েছে।
আনন্দবাজার/শাহী