ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো বন্ধ করা হলো ঢাকায় আসা-যাওয়া

করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় আসতে পারবেন না এবং ঢাকার বাইরে যেতেও পারবেন না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১৭ মে) ডিএমপি’র পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, রবিবার থেকে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই তল্লাশির এই ব্যবস্থা। জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। এছাড়া করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আসন্ন ঈদকে সামনে রেখে লোকজনের রাজধানী ত্যাগের ফলে করোনাভাইরাস গ্রাম পর্যায়ে আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। আর এ কারণেই করোনাভাইরাসের বিস্তার রোধে রবিবার থেকে ঢাকার প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন