ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলের চীনা রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু

ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েই রহস্যজনকভাবে মারা গেছেন। রবিবার (১৭ মে) ইসরাইলের রাজধানী তেল আবিবের নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দু ওয়েই গত ফেব্রুয়ারিতে ইসরাইলের চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ইসরাইল আসেন। এর আগে তিনি ইউক্রেনের চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে ইসরাইল সরকারের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন, তার বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দু ওয়েইয়ের এক সন্তান এবং স্ত্রী রয়েছে। তবে বর্তমানে তারা ইসরাইলে নেই।

চিকিৎসকদের বরাত দিয়ে ইসরাইলের টিভি চ্যানেল টুয়েলভ জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ঘুমন্ত অবস্থাতেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।

চীনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক বরাবরের মতই ভালো। তবে কিছুদিন আগে করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য চীনকে দোষারোপ করায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর নিন্দা করেছিলেন দু ওয়েই।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন