দেশব্যাপী চলমান করোনা দুর্যোগে অসহায় হয়ে পড়েছে দেশের দরিদ্র ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মানুষজন। অর্থনীতির চাকা তার গতি হারিয়েছে। মানবেতর জীবনযাপন করছেন দারিদ্রসীমার নিচে অবস্থান করা মানুষেরা।
করোনা সংকট কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক অস্বচ্ছল শিক্ষার্থীর পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। মানবিক দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাশে দাড়াঁনোর চেষ্টা করছেন তিনি।
দৈনিক আনন্দবাজারকে সনজিত বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইশত শিক্ষার্থীর পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার পাঠিয়েছি। যাদের ঔষধ লাগবে তাদের জন্য ঔষধ কিনে পাঠিয়েছি।
সনজিত আরো বলেন, আমার এলাকা গৌরিপুরের অন্তত আটশত পরিবারে খাদ্য সামগ্রী উপহার পাঠিয়েছি। আমার বন্ধুরা প্রতিনিয়ত আমাকে সাহায্য করছে। গৌরিপুরের সব শ্রেণির মানুষ আমাকে এসব কাজে সহায়তা করছেন। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
আনন্দবাজার/শাহী