ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার চিকিৎসায় অস্বাভাবিক অর্থ দাবি বেসরকারি হাসপাতালগুলোর

দেশে এখন করোনার পরিস্থিতি অনেক ভয়ানক আকার ধারণ করেছে। এমতাবস্থায় করোনার চিকিৎসা দিতে সরকারের কাছে অনেক টাকা দাবি করছেন বেসরকারি হাসপাতালগুলো। সম্প্রতি এমনই এক তথ্য জানান তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

এ ব্যাপার নিয়ে তিনি দুঃখ প্রকাশ করে জানান, হাসপাতালের উদ্দেশ্য যদি স্বাস্থ্যসেবা না হয়ে বাণিজ্য হয় তাহলে সেটিকে হাসপাতাল বলা কঠিন।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে নেতাদের মধ্যে ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, খুবই দুঃখজনক ব্যাপার এই যে, বেসরকারি হাসপাতালগুলো করোনা সংক্রমনে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য যেভাবে এগিয়ে আসার দরকার ছিল, সেভাবে তারা আসেনি।

জানা গেছে, সরকারের পক্ষ থেকে যখন কোন হাসপাতালে করোনাইয় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য বলা হয় তখন অনেক টাকা দাবি করেন তারা। সেই সাথে ডাক্তার ও নার্সদের থাকা-খাওয়ার টাকাও দাবি করেছে, যেটি অস্বাভাবিক।

তবে কিছু কিছু বেসরকারি হাসপাতাল ভাইরাস মোকাবেলায় তাদের দায়িত্ব ভালভাবে পালন করায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সাথে সবাইকে এই পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার এবং নিজ নিজ দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছেন।

আনন্দবাজার/এইচএসকে

সংবাদটি শেয়ার করুন