পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পঞ্চগড় জেলার সীমান্তবর্তী খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে ত্রান সহায়তা বিতরণ করেছে।
শনিবার (১৬মে) বিকালে তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা স্কুল অ্যান্ড কলেজ ও তীরনইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চারশ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান।
বিজিবির ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এ জেলায় দ্বিতীয় দফায় এক হাজার কর্মহীন মানুষের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করার কার্যক্রম শুরু হয়েছে। ত্রান সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা ও ১ প্যাকেট লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার লুৎফর রহমান, সহকারী জেসিও নায়েক সুবেদার খোরশেদ আলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এফআইবি