ঢাকা | বৃহস্পতিবার
২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে মার্কেটগুলিতে ক্রেতাদের উপচেপড়া ভিড়

ঈদকে সামনে রেখে দীর্ঘদিন দিন বন্ধ থাকার পর গাজীপুরে খুলেছে দোকান-পাট ও শপিং মল। এসময় মার্কেট ও শপিংমলে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড় ।

আজ সকালে জেলার বিভিন্ন এলাকায় দোকানপাট শপিংমল খোলা হলেও বেশির ভাগ দোকান গুলিতে স্বাস্থ্য সুরক্ষার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতারা-বিক্রেতা কেউই। এতে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় ঘুড়ে দেখা যায়, বড় শপিংমল থেকে শুরু করে ছোট দোকান গুলোর অধিকাংশই খোলা রয়েছে। এসময় অনেক ক্রেতা সাধারনকেও মার্কেটে ভিড় করতে দেখা গেছে। জয়দেবপুর বাজারে অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। সেখানেও রয়েছে ক্রেতাদের ভিড়।

কাপড় ব্যাবসায়ী শরিফ হোসেন বলেন, দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় ব্যবসা করতে না পারায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ঈদে ব্যবসা করে তা পুশিয়ে নিতে চান।

তবে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মেনে শপিংমল খোলা রাখার বিষয়ে মোবাইল কোর্টের টহল দল কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত শপিং মলগুলো খোলা রাখবে বলে জানান শপিং মল মালিকরা।

আনন্দবাজার/রনি/ মিলন

সংবাদটি শেয়ার করুন