ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান

না ফেরার দেশে চলে গেলেন লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে তার করোনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে।

তার ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে সকালে আব্বার নমুনা নেয়া হয়। পরে বিকালে মারা যাওয়ার পরও নমুনা নেয়া হয়েছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম, রেজাল্ট পজেটিভ এসেছে।’

অপরদিকে এই ব্যাপারে ঠাকুর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টসের ভিসি অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, এই খবরটি সত্য। গতকাল অধ্যাপক ড. আনিসুজ্জামানের শরীরে জ্বরের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। তাই হাসপাতালের চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তার করোনা টেস্টের। তারই ফলাফল আজকে পাওয়া গেছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন