শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৫৫ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা

ফেনী জেলায় করোনাভাইরাস সঙ্কটে ক্ষতিগ্রস্থ ৫৫ হাজার পরিবার পাবে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা। বৃহস্পতিবার (১৪ মে) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে হাজার টাকা করে এককালীন নগদ সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় পাঁচজনকে এককালীন নগদ সহায়তা তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে ঈদের আগেই ৫৫ হাজার পরিবার প্রধানমন্ত্রীর নগদ সহায়তা পাবেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুক্ত হন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও কুমিল্লা ২৮ মিডিয়াম রেজিমেন্টের আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান প্রমুখ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/কে এন 

আরও পড়ুনঃ  রাঙ্গাবালীতে ১৬ অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

সংবাদটি শেয়ার করুন