বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের জন্ম হয়েছে ল্যাবরেটরিতে, এমটাই দাবি করেছেন নরেন্দ্র মোদির মন্ত্রী সভার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিন গড়করি। বুধবার এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও পরিবহণ মন্ত্রণালয়ের এই মন্ত্রী বলেন, করোনাভাইরাস ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এটা স্বাভাবিক ভাইরাস নয়, কৃত্রিম। তাই করোনাকে নিয়েই বাঁচতে হবে। তবে একবার এর ভ্যাকসিন বের হয়ে গেলে আর কোনও অসুবিধা হবে না। গোটা বিশ্ব ভ্যাকসিন বানাবার চেষ্টা করছে।
সাক্ষাতকারে নীতিন গড়করি বলেন, করোনা আক্রান্তদের চিহ্নিত করার পদ্ধতি নিয়ে সমস্যা আছে। আমাদের চেষ্টা করছি যাতে দ্রুত ভাইরাসটি চিহ্নিত করা যায়। এভাবে কোনও ভাইরাস ছড়িয়ে পড়বে কেউই বুঝতে পারেনি। কারণ এটি প্রকৃতিতে জন্ম নেয়নি। এর জন্ম হয়েছে ল্যাবরেটরিতে।
তিনি আরও বলেন, আমরা এখন প্রস্তুত আছি। আমাদের বিজ্ঞানীরা প্রস্তুত আছেন। আমরা শীঘ্রই এই সমস্যার সমাধান বের করে ফেলব।
আনন্দবাজার/টি এস পি