পাবনায় অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে শহরের বাস টার্মিনাল এলাকার সরকারী খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স।
এ সময় নীতিমালা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত লাইসেন্সধারীদের নিকট থেকে চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একেএম শহীদুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ, সদর খাদ্য গুদামের ওসি (এলএসডি) মাহমুদা পারভীন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ৮৫ জন লাইসেন্সধারী মিলারের কাছ থেকে পাবনা সদর উপজেলার খাদ্যগুদামে ৪ হাজার ২৮৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস আর