ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের ব্যাটের দাম ছাড়াতে পারে অর্ধকোটি!

দেশকে প্রথম ডাবল সেঞ্চুরি এনে দেওয়া ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। করোনায় বিপদগ্রস্ত মানুষের সহায়তার জন্য নিজের প্রিয় এই ব্যাটটি নিলামে তুলেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার।

মুশফিকের এই ব্যাটের নিলাম শেষ হতে এখনো দুই দিন বাকি। এর মধ্যেই সাকিব আল হাসানের ব্যাটকে টেক্কা দিচ্ছেন মুশি। সাকিবের বিশ্বকাপ খেলা ব্যাট যেখানে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল, সেখানে মুশফিকের ব্যাট ইতিমধ্যেই দ্বিগুণ দামের অফার পেয়ে গেছে। এভাবে চলতে থাকলে ঐতিহাসিক ব্যাটটির দাম অর্ধকোটি পেরিয়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই।

এই ‘এস এস’ ব্যাটটি দিয়েই ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন বর্তমানে তিন ডাবলের মালিক মুশফিক। এই ঐতিহাসিক ব্যাটটি এতদিন যত্ন করে রেখে দিয়েছিলেন। নিলামে ব্যাটটির ভিত্তি মূল্য ছিল ৬ লাখ টাকা। এখন পর্যন্ত ৫২ বার ব্যাটটির দাম হাঁকা হয়েছে। মুশফিকের ভেরিফায়েড পেইজ থেকেও এই ব্যাটের নিলামের সর্বশেষ অবস্থা দেখতে পারছেন ভক্তরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন