নীলফামারীর জলঢাকায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবিচন নেছা (৫৫) নামে প্রথম এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার (৯ মে) রাতে আইসোলেশনে থাকা তার নিজ বাড়ী উপজেলার গোলমুন্ডা নাড্ডাপাড়ায় তিনি মৃত্যু বরণ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, গত কয়েকদিন ধরে অবিচন নেছার করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগকে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালের ল্যাবে পাঠালে গত ৮ মে তার নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ আসে। ওই দিনে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাকে নীলফামারী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানোর চেষ্টা করলেও তিনি ও তার পরিবার অপারগতা প্রকাশ করে এবং তাকে তার নিজ বাড়ীতে আইসোলেশনে রাখেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর বলেন,‘‘ করোনায় আক্রান্ত ওই ব্যক্তি নীলফামারী সদর হাতপাতালের আইসোলেশনে যেতে অপারগতা প্রকাশ করে তার নিজ বাড়ীতে আইসোলেশনে থাকেন এবং গতকাল রাতে তিনি মারা যান।
পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এইচ,ও এর নেতৃত্বে ডাক্তারগনের একটি দল এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে করোনা ভাইরাস ম্যানেজমেন্ট সদস্যদের সমন্বয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হইয়া সংশ্লিষ্ঠ ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম এর সহায়তায় ধর্মীয় বিধি মোতাবেক দাফন সম্পন্ন করা হয়।
আনন্দবাজার/শাহী