মহামারি কোভিড-১৯ সংক্রমণ মোকাবেলায় পিরোজপুর সদরসহ জেলার ৭টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ডাক্তারদের সুরক্ষার লক্ষে এন-৯৫ মাস্ক বিতরণ করেছে পিরোজপুর জেলা পরিষদের।
সোমবার (১১ মে) জেলা পরিষদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান ৬শ’ এন-৯৫ মাস্ক তুলে দেন পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি’র হাতে।
সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, এন-৯৫ মাস্ক পাওয়া দুঃষ্কর ও ব্যয়বহুল বর্তমান অবস্থায় এবং আমাদের পিরোজপুরে এন-৯৫ মাস্কের অভাবে অনেক ডাক্তার ও নার্স করোনা ঝুকির মধ্যে ছিল। কিন্তু এখন এ মাস্ক পেয়ে ডাক্তাররা অনেকটা নিরাপদে চিকিৎসাসেবা দিতে পারবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধ, নমুনা সংগ্রহ ও রোগীদের চিকিৎসার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন ডাক্তাররা। ডক্তারদের সুরক্ষার কথা বিবেচনা করে জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নির্দেশনায় ৬০০ এন-৯৫ মাস্ক প্রদান করা হয় জেলা পরিষদের অর্থায়নে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এ তথ্য জানান।
রেবেকা খান আরও জানান, এর আগেও ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রধান করা হয়েছে জেলা পরিষদের উদ্যোগে। জনসাধারণসহ বিভিন্ন পেশাজীবী’র মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম করছে পিরোজপুর জেলা পরিষদ। এছাড়াও ৩ হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা, ৬ হাজার ৮০০ পরিবারকে ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে জেলা পরিষদের উদ্যোগে।
আনন্দবাজার/শাহী