বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শক ছাড়াই চলতি বছরের শেষে অনুষ্ঠিত হতে পারে ফ্রেঞ্চ ওপেন টেনিস। ফরাসি টেনিস ফেডারেশনের সভাপতি বার্নার্ড জিউডিসেলি এই তথ্য জানিয়েছেন।
চলতি বছরের ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্রেঞ্চ ওপেন। তবে করোনার কারণে গত মাসের ১৭ মার্চ তিন মাসের জন্য স্থগিত করা হিয় বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টটি।
তবে পরিস্থিতির বিবেচনায় ক্লে কোর্টের এই টুর্নামেন্টটি নতুন সূচিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানায় ফরাসি টেনিস কর্তৃপক্ষ।
ইউরোপের বেশকয়েটি দেশে করোনা মহামারী রূপ নিয়েছে। ফলে জনস্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে সংকট। তারপরও যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে এবছরের শেষেই দর্শক ছাড়াই অনুষ্ঠিত হতে পারে ফ্রেঞ্চ ওপেন।
আনন্দবাজার/টি এস পি