বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এটা আমরা সবাই জানি। আর এটাও সত্য বাংলাদেশের অধিকাংশ আয় কৃষি থেকেই আসে। যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। কিন্তু সে ক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এখন কেমন?
বাংলাদেশ তথা সারাবিশ্ব আজ করোনা ভাইরাসে কবলিত। কোথাও আজ স্বস্তির নিঃশ্বাস নেয়ার উপায় নেই। মানুষ আজ কর্মহীন, আতংকিত জনজীবন। একদিকে জীবন রক্ষার ভয় অন্যদিকে আহার। বলতে গেলে থমকে গেছে আজ বিশ্ব। পৃথিবীর কোনো শক্তিই আজ কাজে আসছে না। একটি মাত্র ভাইরাস আজ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী।
কিন্তু ক্ষুধা বুঝে না ধর্মের কাহন। পৃথিবী যে দিকে যাবে যাক, পেট চাই আহার। পৃথিবীতে মানুষ এতো পরিশ্রম, ব্যবসা-বাণিজ্য, চাকরী করার একমাত্র কারণ, পেটের দায় মিটানো। আসল কথা হলো আমি, আপনি যত চাকরি, ব্যবসা-বাণিজ্য করি না কেন, যতই টাকার পাহাড় গড়ি না কেন, উৎপাদন না হলে এই টাকা কোনো কাজে আসবে না। তবে পরিস্থিতি আজ সবকিছু স্রোতের বিপরীতে।
করোনা সংক্রমণ আজ অর্থনীতিতে চরম ধ্বস নামিয়েছে তা আমাদের মানতেই হবে। কারণ শিল্প ক্ষেত্র থেকে যে আয় আমাদের যোগান দেয় তা-ও আজ বাঁধাগ্রস্ত। সুতারাং কৃষির উপরই আমাকে আপনাকে নির্ভর করতে হবে। উৎপাদন হলেই আমি আপনি আহার পাবো।খাদ্যশস্য উৎপাদনের মূল হাতিয়ার কৃষক। কৃষক যত বেশি উৎপাদনমুখী হবে দেশ তত বেশী এগিয়ে যাবে। খাদ্য সংকট দূর হবে।
লেখক: এম ওসমান গনি
সিনিয়র শিক্ষক, চারিয়া মডেল উচ্চ বিদ্যালয়
ডিরেক্টর, এডুকেশন পয়েন্ট কোচিং সেন্টার
হাটহাজারী, চট্টগ্রাম।