২০১৫ সালের ৮ই মে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিনে জন্ম নেওয়া নাট্যদলটি আজ ছয় বছরে পা দিলো।
এই পাঁচ বছরে দলটি নিয়মিত ভাবে মঞ্চ, নাটক পথ নাটক সহ সকল জাতীয় দিবসগুলোতে সগৌরবে অংশগ্রহণ করেছে। এছাড়াও তারুণ্য নির্ভর উৎস নাট্যদল গত পাঁচ বছরে বাংলাদেশের নাট্যাঙ্গনের ফেডারেল কেন্দ্রীক সকল সংগঠনের আমন্ত্রণে বিভিন্ন নাট্যাৎসবে অংশগ্রহণ করেছে। যার মধ্যে উলেখ্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর উৎসব, বাংলাদেশ পথনাটক পরিষদ এর উৎসব, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উৎসব, গ্রাম থিয়েটার সম্মেলন এবং গঙ্গা- যমুনা সাংস্কৃতিক উৎসব।
এছাড়াও উৎস নাট্যদল সফল ভাবে ২ টি নাট্য উৎসবেরও আয়োজন করে। দলটি দেশের বাইরে ভারত এর একটি নাট্য উৎসবে অংশগ্রহণ করে ব্যাপক সুনাম অর্জন করে।
দলটি ৫ বছরে মোট ০৮টি প্রযোজনার মোট ৭১ টি সফল মঞ্চায়ন সম্পন্ন করেছে যা দলটির সাফল্যের অনন্য নিদর্শন বলে মনে করেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক অর্ক আহমেদ রিপন।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উৎস নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারন সম্পাদক এবং বর্তমান কার্যকরী সভাপতি বলেছেন – আজকে পৃথিবীর এই ক্রান্তিলগ্নে দাড়িয়ে সভ্যতা থেকে যে মানুষগুলো চিরতরে হারিয়ে গেল ও যারা এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে টিকে থাকার লড়াইয়ে যুদ্ধ করে যাচ্ছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
তিনি আরো বলেন- আজকের দিনটির জন্য বছর জুড়ে অপেক্ষা থাকে নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কিন্তু বিশ্ব পরিস্থিতি কারণে এবারের আয়োজন তাই একেবারেই ভিন্নভাবে।আমরা উৎস নাট্যদল সরকারি নির্দেশনা মেনে ঘরে বসেই জুম মিটিংয়ের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করছিএবং এই মহামারিতে যারা গত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। সেই সাথে দেশবাসীর জন্য সুস্বাস্থ্য কামনা করছি ও দলের কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি। কর্মীদের জন্যও সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
গত বছর এই দিনে দলটি শিল্পকলা একাডেমিেত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে, তবে এবছর করোনা ভাইরাসের প্রার্দুভাবে সবাইকে লকডাউন থাকতে হচ্ছে তাই এবছর দলটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় দিনটি উদযাপন করছে। এ প্রসঙ্গে উৎস নাট্যদল এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন ইমু শাহবাগ নিউজকে বলেন- অনেক চড়াই-উতরাই পার করে উৎস নাট্যদল ৫ বছর পার করলো। প্রতিটি বছর সফলতার সাথে পার করলেও চলার পথটি অতটা মসৃন ছিলো না। তবে শেষ কথা হলো আমরা এখনও সফলতার সাথে পথ চলছি এবং আগমিতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির প্রধান উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম সরকার কে যার অনুপ্রেরনা ও সহযোগিতায় উৎস নাট্যদল এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।
এছাড়াও তিনি দলের সকল নাট্যকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন সকল শুভাকাঙ্ক্ষীদের যারা চলার পথে পাশে থেকেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল অগ্রজ নাট্যজনদের যাদের সু- পরামর্শে উৎস নাট্যদল এর এই অগ্রযাত্রা অব্যাহত। দলের সকল কর্মী আজকের দিনে আনন্দে উদ্বেলিত হলেও বিশ্বজুড়ে করোনা মহামারিতে সমানভাবে তারা ব্যাথিত। তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুম এ্যাপ এর মাধ্যমে এক সাথে মোমবাতি জালিয়ে কোরনা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এক নজরে দলটির প্রযোজনা সমূহঃ
০১। নাটকঃ বর্ণমালার মিছিল
রচনাঃ আলম খান
নির্দেশনাঃ ইমরান হোসেন ইমু
০২। নাটকঃ খ্যাতির বিড়ম্বনা
রচনাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
নির্দেশনাঃ আরিফ শামসুল
০৩। নাটকঃ স্বর্ণজননী
রচনাঃ মান্নান হীরা
নির্দেশনাঃ ইমরান হোসেন ইমু
০৪। নাটকঃ ক্ষত
রচনা ও নির্দেশনাঃ ইমরান হোসেন ইমু
০৫। নাটকঃ আগুন চাবুক
রচনা ও নির্দেশনাঃ মান্নান হীরা
০৬। নাটকঃ ইঁদারা
রচনাঃ মান্নান হীরা
নির্দেশনাঃ ইমরান হোসেন ইমু
০৭। নাটকঃ লেবাস
রচনা ও নির্দেশনাঃ ইমরান হোসেন ইমু
০৮। নাটকঃ পতাকায় বঙ্গবন্ধু
রচনা ও নির্দেশনাঃ ইমরান হোসেন ইমু
আনন্দবাজার/শাহী