ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে দুই ইউনিয়নের লোকজনের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছনুয়া ৪নং ওয়ার্ডের টেকপাড়া মকবুল মিয়ার প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শবর্তী পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির সুন্দরীপাড়া এলাকার কয়েকজন যুবক ছনুয়া মকবুল মিয়ার প্রজেক্টে জমি বর্গা নিয়ে লবণ চাষ করেন। প্রতিদিনের মত তারা আজ বৃহস্পতিবার সকালে লবণ মাঠ দেখাশোনা করতে যান। এসময় তাদের সাথে আনা সাইকেল রাস্তায় পার্কিং করে রাখা হয়। ছনুয়া টেকপাড়া এলাকার কয়েকজন লোক তাদের সাইকেলের হাওয়া ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দা-কিরিচ সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয় দুই ইউনিয়নের মানুষ। দফায় দফায় চলে সংঘর্ষ।

 

ছনুয়া টেকপাড়া এলাকার লোকজন জড়ো হয়ে ধাওয়া দিলে রাজাখালীর লোকজন পালিয়ে যায়। এতে রাজাখালী সুন্দরীপাড়ার দুইজন ও ছনুয়ার একজন আহত হয়। তাৎক্ষণিকভাবে রাজাখালীর আহত দুইজনের নাম জানা যায়নি। ছনুয়ার আহত যুবকের নাম তৌহিদুল ইসলাম। তিনি ৪নং ওয়ার্ডের ইয়াকুব পাড়ার মাহবুবুল আলমের ছেলে। গুরুতর আহত তৌহিদকে বাঁশখালী উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছনুয়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম দৈনিক আনন্দবাজারকে বলেন, সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়ার সূত্র ধরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করার জন্য আমি রাজাখালীর চেয়ারম্যানের সাথে আলাপ করবো। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন