সীমিত আয়ের মানুষের জন্য বরাদ্দ স্বল্পমূল্যের টিসিবির পণ্য কিনে নিচ্ছেন উচ্চবিত্তরা। রাজধানীতে সামর্থ্যবানেরা এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাচ্ছেন তাদের কর্মচারীদের দিয়ে। বিভিন্ন জায়গায় মুদি দোকানিরাও লোক ভাড়া করে কিনছেন টিসিবির এসব পণ্য।
সীমিত আয়ের মানুষের কেনাকাটার অন্যতম উৎস হয়ে উঠেছে টিসিবির ট্রাক। বাজারের চেয়ে কম দামে পেঁয়াজ, চিনি, ডাল, তেল, খেজুর পাচ্ছেন প্রায় আড়াই কোটি পরিবার। আর জনবান্ধব এই কর্মসূচির সুযোগ কাজে লাগিয়েই লোক ভাড়া করে পণ্য কেনার অভিযোগ উঠেছে।
রাজধানীর মিরপুর এলাকায় দেখা গেছে, ভবন মালিকরা দফায় দফায় টিসিবির পণ্য কেনাচ্ছেন কেয়ারটেকারদের দিয়ে। এদিকে মিরপুর ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকাতেই অধিক মুনাফার লোভে লোক দিয়ে টিসিবির পণ্য কিনতে দেখা গেছে মুদি দোকানিদের।
আনন্দবাজার/ডব্লিউ এস