শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে সেরে ওঠার পরিমাণ জাগাচ্ছে আশা

দেশের করোনা পরিস্থিতি এখনো শঙ্কাজনক অবস্থানেই রয়েছে। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এই শঙ্কার মধ্যেও আশার ব্যাপার হচ্ছে আক্রান্ত বাড়লেও কমে এসেছে মৃত্যুর পরিমাণ। পাশাপাশি সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেড়ে চলেছে সমান তালে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৩ জন করোনা আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য আধিদফতর। মঙ্গলবার (৫ মে) এর করোনার আপডেট সহ সবমিলিয়ে দেশে মোট এক হাজার ৪০৩ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু কমে আসাকে দেশের করোনা পরিস্থিতির উন্নতি বলেই দেখছেন অনেকে। বিশেষ করে করোনা থেকে সেরে ওঠার সংখ্যা আশায় বুক বাধার অবকাশ দিচ্ছে। সকলের অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা পরিস্থিতি থেকে শীঘ্রই পরিত্রাণ পাওয়া যাবে বলেও মনে করছেন অনেকেই।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ঢাবির একুশে হলের ফুটপাতে মিললো দুই নবজাতকের মরদেহ

সংবাদটি শেয়ার করুন