প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য চলমান লকডাউনে অনেক মানুষ উইন্ডোজ পিসি ব্যবহার করছেন নিয়মিত। কিছুদিনের ব্যবধানে উইন্ডোজের ব্যবহার বাড়তে থাকায় ল্যাপটপে উইন্ডোজ ১০এক্স অপারেটিং সিস্টেম আনতে চলেছে মাইক্রোসফট। এই তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
মাইক্রোসফট আরও নিশ্চিত করেছে যে এটি একক বা সিঙ্গল-স্ক্রিন ডিভাইসে উইন্ডোজ ১০এক্স ওএসের বিষয়টিতে আবার গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে।
মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইসেস বিভাগের প্রধান প্যানোস প্যানায় জানান, আমরা নতুন ক্যাটাগরির ডুয়েল স্ক্রিন উইন্ডোজ ডিভাইসের জন্য আমাদের লক্ষ্যের কথা বলেছি গত বছরের অক্টোবরেই। কিন্তু এখন বিশ্বের পরিস্থিতি ভিন্ন। উইন্ডোজ ১০এক্স মূলত কাজকর্ম সহজভাবে করার জন্য নকশা করা হয়েছিল। ওই নমনীয় অভিজ্ঞতাই একক স্ক্রিনের ডিভাইসে যুক্ত করা হলে ব্যবহারকারীর কাজ, শেখা ও খেলার ক্ষমতা বাড়িয়ে দেবে।
ল্যাপটপের মতো একক স্ক্রিনের ডিভাইসে কবে নাগাদ ১০এক্স ওএস যুক্ত হবে, মাইক্রোসফটের পক্ষ থেকে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আনন্দবাজার/এস.কে