ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট ঘোষণা করা হবে ১১ জুন

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। ফলে বন্ধ রয়েছে সবকিছু। দেশের অনেক জেলা এবং উপজেলায় চলছে লকডাউন। এদিকে শেষ হয়ে আসছে চলতি বছরের বাজেটের মেয়াদ।

তবে এই পরিস্থিতির মধ্যেও যথাসময়েই আসন্ন ১১ জুন আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে কিছুটা ব্যাঘাত ঘটলেও সাধারণ ছুটি উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বাজেট প্রণয়নের কাজ করে যাচ্ছেন।

এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১১ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। একই সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে উত্থাপন করবেন।

এছাড়া, গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন