ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ২৯ জন আটক

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আসাদগেট, কলেজগেট, শিশুমেলা, আগারগাঁও, তেজগাঁও ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ২৯ জনকে আটক করেছে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

আটকৃতদের গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে ছয় মাসের জন্য পাঠানো হয়েছে।

র‍্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ১০ টা পর্যন্ত ওইসব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু, মোবাইল এবং নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই চক্রের লিডার মোবারক, জিয়াউল ও কামরান এসব শিশু কিশোরদের জোর করে মাদক সেবন করিয়ে ছিনতাই কাজে ব্যবহার করতো।

সংবাদটি শেয়ার করুন