ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লামার অ্যান্টিবডি হতে পারে করোনার প্রতিষেধক

করোনায় ভুগছে পুরো বিশ্ব। চিকিৎসাবিজ্ঞানীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন এই ভাইরাসের প্রতিষেধক অথবা ওষুধ আবিষ্কারের। এবার যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের একদল বিজ্ঞানী বলেছেন, লামার রক্তের অ্যান্টিবডি হতে পারে করোনার মহা-অস্ত্র। লামা দেখতে কিছুটা উটের মতো একটি প্রাণি।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, লামার অ্যান্টিবডি কোভিড-১৯-কে নিষ্ক্রিয় করে ফেলে। কিন্তু এ অ্যান্টিবডি মানবদেহে করোনার বিরুদ্ধে কার্যকরী কিনা, সেটি বোঝার জন্য আরও ব্যাপক গবেষণা ও ক্লিনিক্যাল পরীক্ষার দরকার রয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, লামার শরীরেই প্রথম এমন অ্যান্টিবডি পাওয়া গেল, যা সার্স-সিওভি ২ বা কোভিড-১৯ কে নিষ্ক্রিয় করে।

গবেষকদলের অন্যতম টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জেসন ম্যাকলেলান জানান, অ্যান্টিবডি থেরাপি একটি মোক্ষম দাওয়াই, যা সরাসরি শরীরে প্রবেশ করানো যায়। এ থেরাপি কাউকে দিলে অল্পক্ষণের মধ্যেই শরীর সুরক্ষিত হবে। তিনি আরও বলেন, কেউ অসুস্থ হলে তাকেও পুশ করলে রোগের ভয়াবহতা কমে যাবে।

লামার অ্যান্টিবডি নিয়ে গবেষণাপ্রবন্ধটি ‘সেল’ নামক জার্নালের আগামী সংখ্যায় প্রকাশিত হবে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন