ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসেই ঘূর্ণিঝড়-কালবৈশাখী-বন্যা-তাপপ্রবাহের সম্ভবনা

মে মাস পুরোটা জুড়ে প্রাকৃতিক দুর্যোগে পরিপূর্ণ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়, উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, তীব্র কালবৈশাখী ও তীব্র তাপপ্রবাহ আঘাত করতে পারে। ৩ মে আবহাওয়া অধিদফতর এই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, পুরো মে মাস জুড়েই দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এই মাসেই। ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এর মধ্যে একটি। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিন দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) এবং দেশের অন্যত্র তিন থেকে চার দিন হালকা অথবা মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। সাথে কয়েক জায়গায় হতে পারে হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি।

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই মাসেই।

মে মাস জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন