ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে ৩৩/১১ কে.ভি বিদ্যুতের সাব-স্টেশন উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়ায় নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৩/১১ কে.ভি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১০টায় নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি ১-এর জোনাল অফিসের ব্যবস্থাপনায় ৩৩/১১ এর সাব-স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মোঃ তহিজ্জুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই জোনাল অফিসের ডিজিএম মোঃ আসাদুজ্জামান খান, ডিজিএম (কারিগরি) কামরুজ্জামান, এজিএম ফিরোজ জামান, মকলেছুর রহমান, শাহারিয়যার বাপ্পি, সহকারী প্রকৌশলী সবুজ আলী, জুনিয়র প্রকৌশলী আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমানসহ অন্যান্যে কর্মকর্তা ও কর্মচারীরা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন