ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভুলত্রুটি শুধরে ভ্যাট আইন বাস্তবায়ন হবে

একমাস ধরে কার্যকর হলেও ২০১২ সালের ভ্যাট আইন বাস্তবায়নের সব শর্ত পূরণ করতে পারেনি রাজস্ব বোর্ড। তবে, যতটুকুই সুবিধা আছে, তারও সবটা পাচ্ছেন না ব্যবসায়ীরা। রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভুলত্রুটি শুধরে এই আইন বাস্তবায়ন হবে ধীরে ধীরে। তবে, ভ্যাটযোগ্য লেনদেন থাকার পরও কোন প্রতিষ্ঠান নিবন্ধন না নিয়ে থাকলে তাকে নিতে বাধ্য করা হবে।

২০১২ সালের ভ্যাট আইনে সুবিধা অনেক। নতুন এই আইনের হাত ধরে, সময় বাঁচিয়ে ব্যবসায় গতি আনার যে স্বপ্ন দেখিয়েছে রাজস্ব বোর্ড তা এখনো স্বপ্নেই রয়ে গেছে। বরং ব্যবসায়ীরা এই আইন পরিপালন করতে গিয়ে সম্মুখীন হচ্ছেন নানা সমস্যার।

ডাইসিন গ্রুপের এজিএম (কমার্সিয়াল অ্যান্ড ভ্যাট) মোহাম্মদ রইসুইদ্দিন বলেন, ‘আইন হয়েছে ভ্যাট ইনক্লুসিভ পদ্ধতিতে। কিন্তু ফর্ম গুলো হচ্ছে ভ্যাট এক্সক্লুসিভ দিয়ে। আমরা এখন এর সঠিক সমাধানের জন্য আইন মানব নাকি ফর্ম মানবো!’

তবে, এনবিআর বরাবরই বলে আসছে, ভুলত্রুটি সংশোধন পদ্ধতিতে নতুন আইন বাস্তবায়ন করা হচ্ছে। ফলে এগুলো কোন বড় সমস্যা নয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(পশ্চিম) এর কমিশনার ড. মইনুল খান বলেন, ‘ফিসকাল ডিভাইজের কথা যেটা বলা হচ্ছে সেটা প্রক্রিয়াধীন। যেকোন সময় আমরা সেটা পেয়ে যাবো। কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যাদের পণ্য কেনা ও বিক্রির তথ্য সরকার ও ভ্যাট কতৃপক্ষ পাচ্ছে না।’

চলতি ভ্যাট আইনে, ৫০ লাখ টাকার নিচে বার্ষিক লেনদেনের পুরোটাই ভ্যাট মুক্ত। তবে বছরে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেন হলে টার্নওভার কর দিতে হয় ৪ শতাংশ করে। লেনদেন ৩ কোটি টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন থাকা বাধ্যতামূলক। তবে হোটেল-রেস্টুরেন্ট, অনিবাসী অনলাইন ও বিজ্ঞাপন সেবাসহ পণ্য ও সেবা খাতের বহু প্রতিষ্ঠান আছে, যেগুলোর আয় টার্নওভার কিংবা ভ্যাটের আওতায় পড়ে। কিন্তু এগুলোর বেশিরভাগই এখনো কর জালের বাইরে রয়ে গেছে।

এ বিষয়ে ড. মইনুল খান জানান, নন কম্পলাইনের ক্ষেত্রে সেলস ভেরিফিকেশন করা হবে যারা ভ্যাট নিবন্ধনের যগ্য হয়েও অনিবন্ধিত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভ্যাট ব্যবস্থায়, ভোক্তার হয়ে সরকারের কাছে কর পরিশোধ করেন ব্যবসায়ীরা। কিন্ত ২০১২ সালের ভ্যাট আইন প্রায় ৭ বছর পর চালু হলেও এখনো অনেক ব্যবসায়ী নতুন আইনের প্রয়োগ পদ্ধতি আয়ত্ব করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন