ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার তিনটি শহরে উচ্চস্বরে আজানের অনুমতি

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে পবিত্র রমজান মাসে কানাডার তিনটি শহরে উচ্চস্বরে মাগরিবের আজান প্রচারের অনুমতি দিয়েছে। কিন্তু সংক্ষিপ্ত আকারে আজান প্রচারের অনুমতি দিলেও মসজিদে সমবেত হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে।

দেশটির টরন্টো, অটোয়া ও মিসিসাওগা সিটি কাউন্সিল পৃথকভাবে এই অনুমোদন দেয়। আগামী ২৩ মে পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুক পোস্টে আজান প্রচারের অনুমতি দেয়ার কথা উল্লেখ করে জানান, মিসিসাওগার মসজিদ এবং যে কোনো ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে।

অপর দুটি শহরে শুধু মসজিদে আজানের অনুমতি দেয়া হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন