ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে বিয়ে!

করোনাভাইরাসের এমন সংকটময় পরিস্থিতিতেও ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে বিয়ে করলেন এক ব্যাংকার। শুক্রবার (১ মে) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নে এই ঘটনা ঘটে।

সরকারি বিধি ও চলমান সামাজিক দূরত্ব বিনষ্ট করায় এই ঘটনায় সেই ব্যাংক কর্মকর্তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নব দম্পতিকে পৃথক কোয়ারেন্টইনেও থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার কদুরখীল ইউনিয়নের জমাদার বাড়ির আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বর আব্দুল্লাহ আল মাহমুদকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি ও নানা সতর্কতামূলক বিধি-নিষেধ। এর মধ্যে প্রধান হচ্ছে অকারণে ঘরের বাহির না হওয়া ও নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখা। এছাড়া সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে সরকারের।

তিনি বলেন, বোয়ালখালীর ওই ব্যাংক কর্মকর্তা সরকারি এসব নির্দেশনা না মেনে কর্মস্থল ঢাকা থেকে ২৭ এপ্রিল বোয়ালখালী আসেন। কোয়ারেন্টাইনে না থেকে শুক্রবার উপজেলার করলডাঙা ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ ঘটনাস্থলে গিয়ে বর আব্দুল্লাহ আল মাহমুদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নবদম্পতিকে ১৪ দিনের পৃথক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন