ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনাকে জয় করলো ১০ মাসের শিশু আবির

চট্টগ্রামে ১০ দিনে করোনাকে জয় করে বাড়ি ফিরলো ১০ মাসের শিশু আবির। একইসাথে করোনা আক্রান্ত ৫৭ বছর বয়সী এক বৃদ্ধাও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

জানা যায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থেকে টানা ১০ দিন করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন চন্দনাইশের আলোচিত ১০ মাসের সেই ছোট্ট শিশু আবির। একই সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) চিকিৎসাধীন থাকা কাট্টলী এলাকার ৫৭ বছর বয়সী করোনা রোগী মোহাম্মদ ইদ্রিস আলীও করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।

আজ শনিবার (২ মে) দুপুরে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১০ মাস বয়সী শিশু আবিরকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৃথক দুই হাসপাতালের আইসোলেশন ইউনিটের চিকিৎসকরা।

এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১৮ জন এবং বিআইটিআইডি থেকে ২ জনসহ মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সুস্থ হওয়া মোহাম্মদ ইদ্রিস আলী নগরের উত্তর কাট্টলী এলাকার এবং শিশু আবির চন্দনাইশ উপজেলার ৩ নং ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা।

ছাড়পত্র পাওয়ার বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম বলেন, ‘গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় আজ আমরা শিশুটিকে ডিসচার্জ (ছাড়পত্র) দিয়ে দিয়েছি।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, ‘সুস্থ হয়ে আরও ১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সে গত ১৪ এপ্রিল করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন পুরোপুরি সুস্থ, বাড়ি ফিরে যেতে পারবে।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন