ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আরও দুইদিন

দেশে কিছুদিন ধরেই থেমে থেমে বয়ে যাচ্ছে বৃষ্টি। আরও দুইদিন এরকম ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলা বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, শুধু ঢাকাতেই না, সারাদেশেই চলছে ঝিরঝির বৃষ্টি। আরও দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অথবা শিলা বৃষ্টিও হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়।

এছাড়া মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন