করোনা সংকট ও তার পরবর্তী সময়ে বিশ্বে খাদ্য মন্দার যে পরিস্থিতি সৃষ্টি হবে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এজন্য খাদ্য ও কৃষি উৎপাদন বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন।
মন্ত্রী বলেন, খাদ্য সংকট নিয়ে বিশেষজ্ঞদের যে শঙ্কা তা কাটিয়ে উঠতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে । করোনা পরবর্তী সংকট উত্তরণে মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, কৃষি উৎপাদনে প্রণোদনায় ৪ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রান্তিক চাষী পর্যায়ে এর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১’লা মে) মধুপুর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয়ের বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের জন্য উন্নয়ন সহায়তা প্রদান কর্মসূচিতে উন্নয়ন সহায়তাপ্রাপ্ত কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে কৃষিমন্ত্রী তার ব্যাক্তিগত উদ্যোগে মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
আনন্দবাজার/শাহী