শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কের রাস্তায় ট্রাকভর্তি শতাধিক পচা লাশ

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের দিনকে দিন বাড়ছে লাশের মিছিল। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্কে কয়কটি ট্রাকে বোঝাই করা ১০০টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, লাশগুলো সৎকার করা হয় এমন একটি ‘হোমের’ বাইরে থেকে উদ্ধার করেছে। উদ্ধার করার পর পুলিশ জানিয়েছে, ব্রুকলিনের ওই অন্ত্যেষ্টিক্রিয়া ঘরের ফ্লোর থেকেও বুধবার (২৯ এপ্রিল) বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওই এলাকার স্থানীয় বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে লাশগুলো উদ্ধার করে।

এদিকে, ক্লেকলে ফিউনেরাল সার্ভিস হোমে পাওয়া লাশের সঠিক সংখ্যা কত তা স্পষ্ট করেনি পুলিশ।

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সম্প্রতি একটি বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ১০০টির ‘কম-বেশি’ লাশ পাওয়া গেছে।

এবিসি নিউজকে ওই শবঘরের মালিক জানান, সৎকার করতে করতে আমরা হিমশিম খাচ্ছি। ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় লাশগুলো ভাড়া করা ট্রাকে রাখা হয়।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ফের রুশ হ্যাকারদের লক্ষ্যবস্তু মার্কিন নির্বাচন

সংবাদটি শেয়ার করুন